জোড়া বিস্ফোরণে ঝরল ১০০ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২
সোমালিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জন।
আজ রোববার (৩০ অক্টোবর) দেশটির রাষ্ট্রপতি হাসান শেখ মোহাম্মদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
শেখ মোহাম্মদ এ ঘটনায় জঙ্গি সংগঠন 'আল শাবাব'কে দায়ী করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাষ্ট্রপতি বলেন, যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে মা ও শিশুও রয়েছে। বাবা, এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জেবি/ আরএইচ/