৫০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার সঞ্চালক


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


৫০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার সঞ্চালক
ছবি: সংগৃহীত

স্কিন কিডস এর পরিচালনের সঞ্চালক কৌশিক বৈশ‍্যকে গ্রেফতার করা হয়েছে। স্কিল ভারতের বিভিন্ন রাজ‍্যে অফিস খুলেছে তারা। পল্টন বাজার থেকে পুলিশ তাকে আটক করেছে। সংস্থার ৫০০ কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। 


শান্তিনগরের চিড়িয়াখানা রোডে থাকা কৌশিক বৈশ‍্যের ঘরে অভিযান চালায় পুলিশ। তারা বই ডিজিটাইজ করার নামে লুটপাট করছে টাকা। জানা যায়, স্কিল কিডস ইউরোপীয় লেখকদের বই ডিজিটাইজ করে এবং বিভিন্ন অনলাইন মিডিয়াতে আপলোড করে। সংস্থাটি এটি করার জন‍্য কিছু তৃতীয় পক্ষকে কমিশন দিয়ে ছিল। 


তিনি গুয়াহাটির উলুবাড়িতে একটি অফিস খোলেন এবং বইগুলি ডিজিটাল করার জন‍্য অনেক যুবককে চুক্তিবদ্ধ করেন। কিন্তু প্রতিটি চুক্তির জন‍্য তিনি অগ্রিম নেন ৩ লাখ টাকা। বই স্ক‍্যান করার জন‍্য স্ক‍্যানিং মেশিনের জন‍্য ৩৫ হাজার টাকা। কাজ শেষ করে দিল্লি অফিসে পাঠানো হলে পুরো বিল পরিশোধ করার প্রতিশ্রুতি দেন তারা। 


গুয়াহাটি অফিস চালাতেন সুধাংশু চৌহান নামে এক ব‍্যক্তি। তাদের সঙ্গে ছিলেন কৌশিক বৈশ‍্য, ত্রিদীপ বড়ুয়া, কামাল উদ্দিন আলি সহ আরও অনেকে। ইতিমধ্যেই কৌশিক বৈশ‍্যকে গ্রেফতার করেছে পুলিশ। কেলেঙ্কারিতে বিদিশা দেবী নামে এক অভিনেত্রী ও জড়িত। কিন্তু এফআইআর কপিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিদিশা থানায় আসেন। 


বিদিশার মতে, তিনি কেবল একজন কর্মচারী ছিলেন এবং ভিতরে কিছুই জানতেন না। এদিকে, বৃহস্পতিবার টাকা না পাওয়া শতাধিক যুবক উলুবাড়ির কার্যালয়ে এসে জড়ো হন। এসে দেখতে পান কার্যালয়ে তালা ঝুলানো। এবং কৌশিক পালিয়ে যায়। এরপর তারা পল্টন বাজার থানায় মামলা রুজু করেন।


আরএক্স/