২০৫০ সাল
১ কোটির বেশি বাংলাদেশি হতে পারে ‘জলবায়ু অভিবাসী’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২২
বিশ্বব্যাংক তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত বাংলাদেশির সংখ্যা ১ কোটি ৩৩ লাখে (১৩ মিলিয়নেরও বেশি) পৌঁছাতে পারে। এছাড়া একই সময়ের মধ্যে দেশে কৃষি জিডিপির এক তৃতীয়াংশ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিশ্বব্যাংকের জলবায়ু নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিসিডিআর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব নিয়ে এক প্রতিবেদনে জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ১৮% এবং জাতীয়ভাবে ৬.৫% ফসলি জমি সঙ্কুচিত হতে পারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে প্রতিবেদনে বাংলাদেশকে একটি সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মডেলে উত্তরণ অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বছরের জুলাইয়ে অভিবাসন সংস্থাও একই আশঙ্কা প্রকাশ করে। সেসময় এক নীতি সংলাপে অভিবাসন বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন, জলবায়ুকেন্দ্রিক অভিবাসন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ না নিলে তা বাংলাদেশ এবং বিশ্বের লাখ লাখ মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
জেবি/ আরএইচ/