বিমানবন্দরে সুটকেসে থেকে জীবিত কুমির উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২২
জার্মানির বিমানবন্দরে সুটকেসে জীবিত কুমির ভরে নিয়ে যাওয়ার ঘটনায় ধরা পড়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক মিউনিখ বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর যাচ্ছিল। বিমানবন্দরে তল্লাশির সময় তার সুটকেস এক্স-রে স্ক্যানারে নেওয়া হলে জীবিত কুমির পাওয়া যায়।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটা গণমাধ্যমে উঠে আসে। প্রকাশিত ছবিতে দেখা যায়, কুণ্ডলী পাকিয়ে কুমিরটি সুটকেসে রাখা হয়েছে। এর সারা শরীর কাগজে মোড়ানো। মুখ টেপ দিয়ে বাঁধা আর নাকের অংশ খোলা। কুমিরটির ত্বক ধবধবে সাদা।
জার্মান বিমানবন্দরের কাস্টমস জানিয়েছে, কুমির উদ্ধারের পর এই নাগরিকের মোবাইল জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হয়। জার্মানির বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই নাগরিক কুমির বহন করে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে।
জেবি/ আরএইচ/