পিতাকে পিটিয়ে হত্যা করল ছেলে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জের ধরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের তাতারপুর কারিগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাদেক আলী (৬০)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে মুরাদ আলী (৩২)।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছেলে মুরাদ আলী পরিবারের ভরণপোষণ ঠিকমত প্রদান করতো না। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে নিহত সাদেক আলী ছেলে মুরাদ আলীকে নাতির জন্য মোজা কিনে আনতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে ছেলে মুরাদ আলী বাবা সাদেক আলীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। এক পর্যায়ে সাদেক আলী মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাদেক আলী মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, ঘটনার পর থেকে ঘাতক ছেলে মুরাদ আলী পলাতক রয়েছে। মুরাদ আলিকে ধরতে অভিযান অব্যাহত আছে।
এসএ/