গুজরাটে ঝুলন্ত সেতু ভাঙা ঘটনায় ৯ জন গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ২রা নভেম্বর ২০২২
ভারতের গুজরাটের মোরবিতে সেতু বিপর্যয়ে ১৪১ জন মানুষের প্রাণহানীর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা সবাই সেতুটির দেখাশোনার দায়িত্বে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ধৃতরা হলেন দীনেশ দাভে( ওভেরা গোষ্ঠীর ম্যানেজার), দীপক পারেখ, টিকিট কাউন্টারের ক্লার্ক মনসুখ টোপাই, মাদেভ সোলাস্কি, নিরাপত্তারক্ষী অল্পেন গোহিল, প্রকাশ পারমার, দিলীপ গোহিল, মুকেশ চৌহান ও দেবাঙ্গ পারমার।
রাজকোট রেঞ্জের আইজি অশোক যাদব সাংবাদিকদের জানিয়েছেন, ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে সেতুটির দায়িত্বপ্রাপ্ত সংস্থার ম্যানেজার ও নিরাপত্তারক্ষী আছেন।
আরএক্স/