বিহারে ছটপুজোয় পানিতে ডুবে ৫৩ জনের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২২


বিহারে ছটপুজোয় পানিতে ডুবে ৫৩ জনের মৃত্যু
জনবাণী প্রতিনিধি

ছটপুজোর সময় ভারতের বিহাররাজ‍্যের বিভিন্ন এলাকার নদী ও পুকুরে ডুবে মারা গেছে ৫৩ জন। 


মঙ্গলবার (১নভেম্বর) জানিয়েছে রাজ‍্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার শোকপ্রকাশ করে প্রত‍্যক মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। 


৪ দিন ধরে বিহারে ছটপুজো উদযাপিত হয়েছে। সে সময় রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ডুবে মারা গেছে বহু পুণ‍্যার্থী। রাজ‍্য সরকারের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, ৩০ শে অক্টোবর পূর্ণিয়ার ডুবে মারা গেছেন ৫ জন। পটনা, মুজাফফার নগর,সমস্তিপুর সহর্ষতে ৩ জন করে পুণ‍্যার্থী মারা গেছেন। 


গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতাময়হি, বাঁকায় মারা গেছে ১জন করে। রাজ‍্য সরকারের ওই আধিকারিক বলেন, উৎসবের শেষ দিন, ৩১শে অক্টোবর গোটা রাজ‍্যে মারা গেছেন ১৮ জন। যত দ্রুত সম্ভব মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেদিকে নজর রাখার জন‍্য, জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বিহার মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার।


আরএক্স/