‘ঈশ্বরের ইচ্ছায়’ সেতু ভেঙে পড়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২২
ভারতের ঝুলন্ত সেতু ধসে পড়ার ঘটনায় আটক এক অভিযুক্ত বলেছেন, ‘ঈশ্বরের ইচ্ছায়’ এ দুর্ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২ নভেম্বর) আদালতে এই মন্তব্য করেছেন সেতুটির মেরামতকারী সংস্থার ব্যবস্থাপক দীপক পারেক।
এর আগে, গত রোববার গুজরাটে ভয়াবহ এই সেতুধসের ঘটনায় অন্তত ১৩৫ জনের প্রাণহানি ঘটে।
এনডিটিভি বলছে, ধসে পড়া সেতুটির সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট ওরেভা কোম্পানির ব্যবস্থাপক দীপক। প্রায় দেড়শ বছরের পুরোনো সেতুটি রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব ছিল এই কোম্পানির ওপর।
এদিকে রোববার সেতু ধসে পড়ার পর ৯ জনকে আটক করা হয়। দীপক পারেক তাদের একজন। আদালতে তোলা হলে অভিযুক্ত দীপক পারেক প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট এমজে খানকে বলেন, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। যে কারণে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।
সূত্র: এনডিটিভি
জেবি/ আরএইচ/