ফের কি প্রধানমন্ত্রী হচ্ছে নেতানিয়া?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২২
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারও দেশটির ক্ষমতায় আসতে পারে বলে ইতমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার এক জরিপে নেতানিয়াহু এগিয়ে আছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জরিপে ইয়েমিনা পার্টির নাফতালি বেনেটের চেয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল এগিয়ে আছে।
জরিপের ফল সামনে আসতেই জেরুজালেমে সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমরা একটি বড় জয়ের কাছাকাছি।
ইসরায়েল টেলিভিশনের জরিপ বলছে, নেতানিয়াহুর ডানপন্থী দল ১২০টি আসনের নেসেটে ৬১ বা ৬২টি আসন পাবে।
জেবি/ আরএইচ/