ইমরানকে গুলি করা সেই ব্যক্তি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:২৪ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করা সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এদিকে সংবাদমাধ্যম বন্দুক উঁচিয়ে ধরা অবস্থায় তার একটি অস্পষ্ট ছবি প্রকাশ করেছে।
লংমার্চের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদ শহরে সমাবেশ করছিলেন ইমরান খান। সেই সময়েই গ্রেফতার ওই ব্যক্তি তার পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার সময় প্রাণঘাতী বন্দুক একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল হামলাকারী।
জেবি/ আরএইচ/
সূত্র: জিও নিউজ