মদ‍্যপ অবস্থায় থাকলে চাকরি হারাতে হবে পুলিশের: ডিজিপি


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২২


মদ‍্যপ অবস্থায় থাকলে চাকরি হারাতে হবে পুলিশের: ডিজিপি
ছবি: জনবাণী প্রতিনিধি

ডিউটি চলাকালীন কোন পুলিশ কর্মীকে মদ‍্যপ অবস্থায় পাওয়া গেলে তাদেরকে চাকরি হারাতে হবে।


শুক্রবার (৪ নভেম্বর) জানিয়েছেন আসাম পুলিশ ডিজিপি ভাস্করজ‍্যোতি মহন্ত। 


ডিজিপি বলেন, পুলিশ কর্মীরা আন্তরিকভাবে কাজ না করলে তাদের অন‍্যায় রোধ করতে নতুন নিয়ম চালু করা হবে। আসাম সরকার পুলিশের বিভিন্ন সমস‍্যার দ্রুত সমাধানের জন‍্য কাজ করছে বলেও মহন্ত জানান। ডিজিপি মহন্ত বলেন, অবিলম্বে ১ হাজার পুলিশ আবাস নির্মাণের জন‍্য মুখ‍্যমন্ত্রী তহবিল বরাদ্দের ব‍্যবস্থা করেছেন। 


এছাড়াও, সাইবার অপরাধ সহ মানুষের জীবনে সুবিধা দেওয়ার জন‍্য কাজ করা নিয়ে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিশদ আলোচনা হয়েছে বলেও জানান ডিজিপি। এমনকি লোকদের তুচ্ছ বিষয়ে থানায় ডাকা উচিত নয় এবং পুলিশ কর্মীরা তাদের বাড়িতে গিয়ে সেবা প্রদান করবে। 


আসামের বিচার বিভাগের উপর থেকে বোঝা কমানোর জন‍্য ছোট মামলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুলিশকেও এই সিদ্ধান্তের সাথে সমন্বয় করে কাজ করার কথা বলেন ডিজিপি। আসাম পুলিশের সমস‍্যাগুলির দিকে মনোযোগ দেওয়ার জন‍্য মহন্ত মুখ‍্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ‍্যের উন্নয়নে পুলিশ অক্লান্ত পরিশ্রম করবে বলে তিনি আশ্বাস দেন।  


আরএক্স/