হাসপাতাল ছেড়েছেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২২
পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বিকেলে লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যম জিও এবং ডন জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে কড়া নিরাপত্তা বলয়ের মাধ্যমে জামান পার্কে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখন লাহোরের সেই বাড়িতেই তিনি অবস্থান করছেন।
সূত্র: জিও টিভি, ডন নিউজ
জেবি/ আরএইচ