মসৃণ ত্বক ও চুল পেতে মধু ব্যবহার করুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মসৃণ ত্বক ও চুল পেতে মধু ব্যবহার করুন

বহুদিন থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই ত্বকের মতো মধু চুলেও ব্যবহার করা যায় এতে চুলের অনেক উপকার হয়ে থাকে। মধুর কিছু পুষ্টিগুণ আছে যা চুলের যত্নে মধু অতুলনীয়। 

তাহলে আসুন যেনে নেই কিভাবে চুলের যত্নে মধু ব্যবহার করবেন: 

মধুকে বলা হয় প্রাকৃতিক ময়েশ্চারাইজার। শুষ্ক ত্বকের জন্য এটি ময়েশ্চারাইজার হিসেবেও দারুণ কাজ করে। শুধু তাই নয়, মধু ব্রণ সারাতেও হতে পারে বেশ কার্যকরী। মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বকের ব্রণ বা অন্য যেকোনো সমস্যা সারিয়ে তুলতে সাহায্য করে।

এক মগ পানিতে আধ কাপ মধু মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক কন্ডিশনার। শ্যাম্পু করার পর চুল আলতো করে মুছে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুলে আর পানি লাগাবেন না। দেখবেন চুল হয়েছে নরম, আর কেমন ঝকঝক করছে।

অলিভ অয়েলের সঙ্গে মধু

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়