সৎ পুত্রের হাতে খুন বৃদ্ধা মা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২২
এক নৃশংস হত্যাকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, আসামরাজ্যের কাছাড় জেলার কাঠিগড়া সমষ্টির বিহাড়া পুলিশ ফাঁড়ির অন্তগর্ত বুরুঙ্গা জিপির ৩ নং ওয়ার্ডে। সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে সেকুল ইসলাম (৩৫) তার সৎ মা আসমা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
রবিবার (৬ নভেম্বর) ঘটনার বিবরণে প্রকাশ, সেকুল এবং তার সৎ মার মধ্যে বাকবিতণ্ডা চলার সময় হঠাৎ রেগে তার সৎ মাকে দা দিয়ে উপর্যুপরি কুপায়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন আসমা বেগম (৬৫)।
চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশী লোকজন ছুটে এসে দেখেন আসমা বেগমের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে। তারা সঙ্গে সঙ্গে সেকুলকে আটক করেন এবং বিহাড়া পুলিশে খবর দেন। বিহাড়া পুলিশ ঘটনাস্থলে এসে কালাইন থানা পুলিশ ও কাটিগড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
কাঠিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া ও কালাইন থানার ওসি বিপুল বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে সেকুল ইসলামকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে পুলিশ আসমা বেগমের রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরএক্স/