নেপালে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু, কম্পন অনুভূত হয়েছে নয়াদিল্লিতে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২২


নেপালে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু, কম্পন অনুভূত হয়েছে নয়াদিল্লিতে
ছবি: সংগৃহীত

বুধবার (৯ নভেম্বর) পশ্চিম নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে যার ফলে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে। 


কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ছয়জন নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা ডোটিতে একাধিক বাড়ি ধ্বংস হয়েছে।


ডোটির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ভোলা ভাট্টা বলেছেন যে পাহাড়ি পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের পর আটটি বাড়ি ধসে পড়ায় চার শিশু নিহত হয়েছে। মৃতদের মধ্যে একজন ৮ বছর বয়সী ছেলে, একটি ১৩ বছর বয়সী মেয়ে, দুটি ১৪ বছর বয়সী মেয়ে, একজন ৪০ বছর বয়সী মহিলা এবং একজন ৫০ বছর বয়সী পুরুষ রয়েছে।


ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি প্রতিবেশী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি জনবহুল শহর পিলিভীতের প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) উত্তর-পূর্বে কেন্দ্রীভূত ছিল।


স্থানীয় মিডিয়া জানিয়েছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কম্পন অনুভূত হয়েছে, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পশ্চিমে অবস্থিত।


সূত্র: আল জাজিরা এবং নিউজ এজেন্সি


এইচআর/