স্বামীর চড়ে স্ত্রীর মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৫৭ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২


স্বামীর চড়ে স্ত্রীর মৃত্যু
ছবি: জনবাণী

স্বামীর চড়ে মৃত্যু হল স্ত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচিনির গোরেলাইন এলাকায়। ওই  স্ত্রীর নাম কল্পনা লামা।


মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে কালচিনির গোরেলাইন এলাকার বাসিন্দা সুরজ লামার সঙ্গে তার স্ত্রী কল্পনা লামার বাকবিতণ্ডা সৃষ্টি হয়। সেই সময় স্ত্রীকে সজোরে চড় মারেন স্বামী। ঘটনার পর কল্পনা লামার শরীর খারাপ হতে থাকলে তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। 


সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বুধবার সকালে মৃত্যু হয় কল্পনা লামার। অভিযুক্ত স্বামীকে আটক করেছে কালচিনি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরএক্স/