রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪৭ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২২


রাজা চার্লসকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
ছবি: রয়টার্স

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 


আজ বুধবার (৯ নভেম্বর) নর্দার্ন ইংল্যান্ডের এক অনুষ্ঠানে তাদের লক্ষ্য করে ওই ব্যক্তি অন্তত চারটি ডিম ছুড়ে মেরেছেন।


ভিডিওতে দেখা যায়, নর্দার্ন ইংল্যান্ডের ইয়র্ক শহরে এক অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন রাজা ও তার স্ত্রী। এ সময় লোকজনের সাথে কুশল বিনিময় করছিলেন তারা। সেই সময় আচমকা তাদের দিকে চারটি ডিম একের পর এক ছুড়ে মারেন ওই ব্যক্তি। তবে ডিমগুলো তাদের শরীরে লাগেনি। সেগুলো মাটিতে পড়ে ভেঙে যায়।


পরে পুলিশের কর্মকর্তারা স্লোগান দিতে থাকা ওই বিক্ষোভকারীকে আটকের জন্য ছুটে যান। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে সেখানে উপস্থিত অন্যান্য লোকজন হামলাকারীকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ সময় অনেকে ‘সৃষ্টিকর্তা রাজাকে রক্ষা করুন’ বলে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশের কর্মকর্তারা তাকে আটক করে নিয়ে যান।


সূত্র: রয়টার্স


জেবি/ আরএই্চ/