বোনের ওপর অভিমানে কিশোরীর আত্মহত্যা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২২


বোনের ওপর অভিমানে কিশোরীর আত্মহত্যা
প্রতীকী ছবি

যমজ বোনের সঙ্গে ওড়না নিয়ে ঝগড়া করে নিজের রাগ সামলাতে পারেনি কিশোরী। বিষপান করে পৃথিবী থেকে চিরকালের জন‍্য বিদায় নেয়। 


ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ নভেম্বর) আসামরাজ‍্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার ফরিদকোনা-দোহালিয়া জিপিতে। জানা যায়, পানিঘাটের জনৈক ব‍্যক্তির মেয়ে তথা নবম শ্রেনীর ছাত্রী নিজ যমজ বোনের সঙ্গে একটি ওড়নার দাবি নিয়ে বচসায় জড়িয়ে পড়ে। 


এসব দেখে তাদের মা এসে নিষ্পত্তি করতে চেষ্টা করেন। এর মধ‍্যেই রাগের মাথায় ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন মা তাকে ধমক দিলে সে কীটনাশকের বোতলটি জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এতে তার মা ঘর থেকে বেরিয়ে গিয়ে কীটনাশকের বোতলটি সরিয়ে নেওয়ার আগে কিশোরী জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে মা পৌঁছার আগেই বোতল নিয়ে বিষপান করে নেয়। 


পরে তাকে সংকটজনক অবস্থায় একটি অটো করে পাথারকান্দির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় সে দুপুর ১টা ৩০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোরী। 


এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য প্রেরণ করেন। বুধবার কিশোরীর ময়নাতদন্তের পর পরিবারের কাছে সমঝে দেয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/