মালদ্বীপে গ্যারেজে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ নিহত ১১
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২২
মালদ্বীপে ভয়াবহ আগুনে পুড়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটে।
মালদ্বীপের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এদিকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মালদ্বীপ সরকার। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সম্ভবত প্রতিবেশী দেশের শ্রমিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
মালদ্বীপের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, আমরা ১১ টি মৃতদেহ উদ্ধার করেছি। আগুন নেভাতে তাদের প্রায় চার ঘণ্টা সময় লাগে বলেও জানান তিনি।
জেবি/ আরএইচ/