জি-২০ সম্মেলনে যোগ দিবে না পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২২
ইন্দোনেশিয়ার অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
প্রোটোকল প্রধান ইউলিয়া টমস্কায়া বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। কিন্তু পুতিনের যোগ দানের বিষয়ে কাজ করা হচ্ছে। হয়ত এবার তিনি সম্মেলনে অংশগ্রহণ করবেন না।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুতিন সম্মেলনে অংশ নিতে পারেন সম্ভবত।
জেবি/ আরএইচ