মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২
শনিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ারশো চলাকালীন অন্য একটি বিমানের সাথে সংঘর্ষের পরে মার্কিন সামরিক বিমান মাটিতে ভেঙে পড়ে এবং বিধ্বস্ত হয়।
এয়ারশো চলাকালীন যে বোমারু বিমান এবং ফাইটার প্লেনে সংঘর্ষ হয়েছে তাতে কতজন লোক ছিল তা জানা যায় নি এবং কতজন আহত বা নিহত হয়েছেন তাও জানা যায় নি।
প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক এয়ারশোতে দুটি মার্কিন ভিনটেজ সামরিক বিমান মধ্য আকাশে সংঘর্ষের শিকার হয় বলে ফেডারেল কর্মকর্তারা জানিয়েছেন। পরে বিমান দু’টি বিধ্বস্ত হয় এবং মাটিতে পড়ে আগুন ধরে যায়।
বার্তাসংস্থাটি বলছে, শনিবার দুপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস বোমারু বিমান এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা ফাইটার বিমান ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরের উইংস ওভার ডালাস এয়ারশোতে উড়ছিল বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে।
অন্যদিকে পি-৬৩ বিমানটি একক পাইলটের মাধ্যমে পরিচালিত হয় বলে কোটস জানান। তবে শনিবারের এই দুর্ঘটনার সময় বিমানটিতে ঠিক কতজন লোক ছিলেন এবং তাদের নাম বা তাদের অবস্থা সম্পর্কে বলতে পারেনি তিনি।
এদিকে মাঝ আকাশে সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ ও বিধ্বস্তের ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে উড্ডয়নরত অবস্থায় দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ এবং এরপর সেগুলোকে মাটিতে বিধ্বস্তের পর আগুনে আচ্ছন্ন হতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) উভয়ই এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: নিউজ এজেন্সি
এইচআর/