ট্রাক্টর-লরির মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২২
রবিবার (১৩ নভেম্বর) সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা সংগঠিত হয়েছে ভারতের তেলেঙ্গানায়। জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৫ আহত ২০ ।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সুরিয়াপেট জেলায়। মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন ৩০ জন তীর্থ যাত্রী। সকলেই ট্রাক্টরে বসেছিলেন। ফেরার পথে রাস্তা ভুল করে জাতীয় সড়কে উঠে পড়ে ট্রাক্টরটি।
সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা দেয়। ছিটকে পড়েন ৩০ জন যাত্রী। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
আরএক্স/