Logo

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতা আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২২, ০৯:০২
25Shares
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতা আটক
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগীয় গণসমাবেশের আগে মৌলভীবাজার শহরে প্রচারমিছিল থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সিলেট বিভাগীয় গণসমাবেশের আগে মৌলভীবাজার শহরে প্রচারমিছিল থেকে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে মৌলভীবাজার সদর থানার পুলিশ।

বিজ্ঞাপন

এই পাঁচজনকে আটকের পর বেলা আড়াইটার দিকে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়েছে। পুলিশ পাঁচজনের কথা বললেও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী স্বাক্ষরিত ওই বিবৃতিতে চারজনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়। 

বিজ্ঞাপন

তাঁরা হলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ।

বিএনপির বিবৃতিতে বলা হয়, সরকার সারা দেশে বিএনপির সমাবেশে জনসম্পৃক্ততা দেখে দিশাহারা হয়ে গেছে। তাই সমাবেশকে সামনে রেখে দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ধরপাকড় শুরু করেছে পুলিশ। তবে কোনো ষড়যন্ত্রই ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশকে আটকাতে পারবে না। জনগণ সব অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে।

বিজ্ঞাপন

বিবৃতির বিষয়ে মিফতাহ সিদ্দিকী গনমাধ্যমে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরে প্রচারমিছিল থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের পুলিশ আটক করেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পুলিশ নেতা-কর্মীদের প্রচারমিছিলে বাঁধা দিচ্ছে। এটি দুঃখজনক।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটলে কিংবা সুনির্দিষ্ট অভিযোগ না পেলে পুলিশের বাঁধা দেওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি নির্বিঘ্নে কর্মসূচি পালন করছে। আটকের বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছে। আইন-শৃঙ্খলা অবনতি ও পুলিশের কাজে বাঁধা প্রদানের দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।'

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD