পোষ্য বাজপাখিকে মেরেছে মা
প্রতিশোধ নিতে মাকে পুড়িয়ে খুন
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২২
ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার গোসবার ঘরের মধ্যেই মাকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে। ঘরের মধ্যে খাটের পাশে পড়ে রয়েছে মায়ের আধপোড়া দেহ।
রবিবার (১৩ নভেম্বর) ঘটনার পর থেকেই পলাতক ছেলে। মৃতের নাম সবিতা বিশ্বাস (৩৮)। ঘটনাটি ঘটেছে গোসাবার বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে প্রকাশ, ২০ বছর আগে সুকুমার বিশ্বাসের সঙ্গে গোসাবার সবিতা বিশ্বাসের বিয়ে হয়।
দম্পতির ১৭- ১৮ বছর বয়সের একটি ছেলে রয়েছে। ইদানিং পারিবারিক অশান্তির কারণে সুকুমার বিশ্বাস এক মহিলার সাথে সম্পর্ক স্থাপন করে গড়িয়াতে বসবাস শুরু করে। এদিকে ছেলে ভোলানাথ বিশ্বাস একটি বাজপাখি পুষে ছিল বাড়িতে। এই পাখি পোষাকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলত।
সম্প্রতি সেই পাখিটি মারা যায়। ছেলের সন্দেহ হয় পাখিটি মারা যাওয়ার পেছনে তার মা-ই দায়ী। তা নিয়ে মা-ছেলের মধ্যে প্রবল ঝগড়া বিবাদ হয়। এরপরই ভোলানাথ মায়ের উপরে চড়াও হয়। বেধড়ক মারধর করে এবং মায়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলে। এমনটাই অভিযোগ উঠছে।
পুলিশ জানায়, এখনও পর্যন্ত ভোলানাথকে গ্রেফতার করা যায়নি। প্রতিবেশীরা এসে ঘরে আগুন নেভান। তবে বাঁচানো যায়নি সবিতাকে। তবে ভোলানাথকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরএক্স/