সব সমস্যার সমাধান একমাত্র পুতিনের হাতে: ঋষি সুনাক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২


সব সমস্যার সমাধান একমাত্র পুতিনের হাতে: ঋষি সুনাক
ছবি: গার্ডিয়ান

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, চলমান সব সমস্যা সামাধান করতে পারেন কেবল পুতিন


আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে গ্রুপ অব টোয়েন্টির (জি-২০ জোট) সম্মেলন শুরু হয়েছে। 


তিনি জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অসংখ্য সমস্যা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এখন কেবল পুতিন চলমান এসব সমস্যার সমাধান করতে পারেন।


পুতিন চলমান বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবেন উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ‘এসব কিছু পরিবর্তনের ক্ষমতা একজন মানুষের (পুতিনের) রয়েছে। এটি উল্লেখযোগ্য যে, আমাদের সঙ্গে এখানে যোগ দিতে সমর্থ হননি পুতিন। যদি তিনি থাকতেন, তাহলে আমরা বিষয়গুলো খুঁজে বের করতে পারতাম। পুতিনই ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহার ও এই বর্বর যুদ্ধ বন্ধ করতে  পারবেন।’

সূত্র: গার্ডিয়ান