জি-২০ সম্মেলন চলাকালে রুশ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৫২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২
জি-২০ সভায় বিশ্ব নেতাদের বৈঠকের সময় রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করেছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ধোঁয়া উঠছে বলে জানিয়ে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি জানায়, কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকোর মতে, এ শহরের পেচেরস্ক অঞ্চলের দু’টি আবাসিক ভবন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বর্তমানে বিশ্ব নেতারা ইন্দোনেশিয়ায় জি-২০-এর বৈঠকে রয়েছেন। সেখানে তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছেন।
সূত্র: বিবিসি