আবারো বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২
‘এক দিকে জি-২০-র শীর্ষ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের সামনে যুদ্ধ শেষের বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার কিছু ক্ষণের মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে। আবারো কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিভ। বিকেলে কিভের মেয়র জানান, রুশ বাহিনী পর পর দু’টি জোরাল বিস্ফোরণ ঘটিয়েছে রাজধানীতে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি।’
জি-২০-র সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার আগে সদ্য রুশ দখল থেকে মুক্ত হওয়া খেরসন শহরে গিয়েও একই বার্তা দিয়েছিলেন জেলেনস্কি। বলেন, ‘‘এটাই যুদ্ধ শেষের সূচনা।’’ যুদ্ধ শেষের সেই একই বার্তা আজ জি-২০-র আসরে দেওয়া অনলাইন বক্তৃতাতেও দিয়েছেন জেলেনস্কি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন তখন সেই ঘরে উপস্থিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে যাননি। জেলেনস্কি বলেন, ‘‘আমি নিশ্চিত যে রাশিয়ার এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। হাজারো প্রাণ এতে বাঁচবে।’’
তবে রুশ বাহিনীর হাত থেকে খেরসন মুক্ত হওয়ায় ‘জেলেনস্কি যে ভাবে যুদ্ধ শেষের বার্তা দিয়েছেন, তা নিয়ে সন্দিহান নেটো-র প্রধান জেন্স স্টলটেনবার্গ। তাঁর আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে আরও বড় হামলা ও আগ্রাসনের পরিকল্পনা করছেন পুতিন।’
সূত্র:রয়টার্স