রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অসম্ভাব্য - বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২
মঙ্গলবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তার সবচেয়ে বড় ব্যারেজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রাজধানী কিয়েভ শহরগুলির মধ্যে আঘাত হানে।
আজ বুধবার (১৬ নভেম্বর) ইউক্রেন সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র অবতরণ করার পর পোল্যান্ডে দুইজন নিহত হয়েছে বলে জানা যায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ার সম্ভাবনা নেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই বিস্ফোরণের পিছনে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং বলেছে এটি একটি "ইচ্ছাকৃত উস্কানি যা উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে"।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, কে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ নেই।
বিশ্ব নেতারা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জি২০ শীর্ষ সম্মেলনের পাশে জড়ো হয়েছেন।
কর্মকর্তারা বলেছেন একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
সূত্র:বিবিসি
এইচআর/