জি-৭ ও ন্যাটোর জরুরি বৈঠক

হামলার দায় অস্বীকার করল রাশিয়া


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২


হামলার দায় অস্বীকার করল রাশিয়া
ছবি: এপি

পোল্যান্ডের সীমান্ত গ্রামে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে। এতে দুই জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটি। ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুঁড়েছে বলে মনে করছে পোল্যান্ড। এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭।


গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হন। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা।


পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পরই বিশ্ব নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন জো বাইডেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছাড়াও বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।


পোল্যান্ডের বিস্ফোরণ প্রসঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে জো বাইডেন বলেন, খুব সম্ভবত রাশিয়ার ক্ষেপণাস্ত্রের কারণে পোল্যান্ডে বিস্ফোরণ ঘটেনি। যদিও পোল্যান্ডের দাবি যে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটেছে, সেগুলো রাশিয়ায় তৈরি হয়েছে। 


সূত্র: এপি, ইন্ডিপেন্ডেন্ট