প্রেমিকাকে ঠান্ডা মাথায় খুন, দোষ স্বীকার করে যুবকের আত্মহত্যা !


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২


প্রেমিকাকে ঠান্ডা মাথায় খুন, দোষ স্বীকার করে যুবকের আত্মহত্যা !
ফাইল ছবি

প্রথমে গলা কেটে ঠান্ডা মাথায় প্রেমিকাকে  খুন করে পরে গোটা ঘটনার দোষ স্বীকার করে রেললাইনে গিয়ে আত্মহত্যা করলো প্রতিবেশী যুবক। 


মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চতুরাগছের রিয়া বিশ্বাস নামে এক গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। এই ঘটনার কিছুক্ষণের মধ‍্যেই প্রতিবেশী আরেক যুবক কিরণ দেবনাথের দেহ উদ্ধার হয় কামরাঙ্গাগুড়ি এলাকায় মহানন্দা ব্রিজের কাছে রেললাইন থেকে। 


জানা যায়, শিলিগুড়ির ফুলবাড়ির বাসিন্দা ২৮ বছরের রিয়া বিশ্বাস। স্বামী, সন্তান নিয়ে সংসার তাঁর। এসবের মাঝেই নতুন করে প্রেম এসেছিল রিয়ার জীবনে। কিরণ ও রিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কিরণের সঙ্গে কিছুদিন আগে পালিয়ে গিয়েও পরবর্তীতে ফিরে আসে রিয়া। এই নিয়ে গ্রামে একটি সালিশি সভাও হয়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ‍্যে ব‍্যাপক ঝামেলা হচ্ছিল। 


‘সোমবার রাতেই বিয়ার বাড়িতে যায়  কিরণ এরপর ঠান্ডা মাথায় রিয়ার গলা কেটে প্রথমে খুন করা হয়। তারপরই গোটা ঘটনার দোষ স্বীকার করে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করেন কিরণ। এরপর রেললাইনে গিয়ে আত্মহত্যা করে। এনিয়ে  এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’


আরএক্স/