এক সন্তানের জননীর সঙ্গে প্রেমের বিয়ে

বিয়ের ১৫ দিন সংসারের পর যুবকের রহস‍্যজনক মৃত্যু!


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২২


বিয়ের ১৫ দিন সংসারের পর যুবকের রহস‍্যজনক মৃত্যু!
ফাইল ছবি

এক সন্তানের জননীর সঙ্গে প্রেমের বিয়ে, ১৫দিন সংসারের পর যুবকের রহস‍্যজনক মৃত্যু।


মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ খুন করা হয়েছে শান্তনুকে। যুবকের রহস‍্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার জগাছা ধাড়সা এলাকায়। জানা যায়, ‘মৃত যুবকের নাম.শান্তনু দাস (৩০)।


পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১২ নভেম্বর) রাতে বন্ধুরা শান্তনুকে ফোন করে ডাকে। তারপর তার ঘরে ফিরতে দেরি হচ্ছে দেখে  তার দিদি সেই দিন রাত সাড়ে ১২টার সময় শান্তনুকে ফোন করে। পেশায় গ‍্যারেজ মালিক শান্তনু তখন দিদিকে জানায় যে, সে বন্ধুদের সাথে বেরিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কিন্তু সে রাতে আর শান্তনু ঘরে ফিরে আসেনি। 


পরের দিন রবিবার জগাছা প্রেস কোয়ার্টারের সিজিএস মাঠে শান্তনুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা  যায়, ৩ জন টোটো চালক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শান্তনুর গোটা শরীরে আঘাতের দাগ ছিল। তাকে কলকাতার একটি হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়। মঙ্গলবার তার মৃত্যু হয়। 


এই ঘটনায় জগাছা থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। তাঁরা মনে করছেন, এটা খুনের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, ‌‘এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিল শান্তনু। ২ জনের বিয়েও করে। জানা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ‍্যমে বনগাঁর বাসিন্দা জয়শ্রী সরকার নামে এক বিবাহিত মহিলার সঙ্গে শান্তনুর আলাপ হয়। আলাপ করতে করতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জয়শ্রীর এক সন্তান ও রয়েছে। এরপর গত সেপ্টেম্বর মাসে এক সন্তানের মা প্রেমিকা জয়শ্রীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে শান্তনু। তাই শান্তনুর মৃত্যুর  পিছনে জয়শ্রীর হাত থাকতে পারে বলে অনুমান পরিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে জগাছা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


আরএক্স/