থানায় সাহায্য নিতে আসা গৃহবধুকে কুপ্রস্তাব: এসআই বহিষ্কার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২২
পারিবারিক বিষয়ে থানায় আইনি সাহায্য নিতে গিয়ে, সাহায্য তো দুরে থাক পেলেন কুপ্রস্তাব। এক গৃহবধুর এমনই অভিযোগের ভিত্তিতে এসআই বহিষ্কার।
মহিলার দাবি, সোমবার (১৪ নভেম্বর) রাতে ভারতের কলকাতার হরিদেবপুর থানার এসআই আইনুল হক ওই মহিলার বাড়িতে যান হরিদেবপুর থানার এসআই আইনুল হক। তাকে কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। বাধ্য হয়ে ১০০ ডায়াল করে কলকাতার লালবাজারে ফোন করেন গৃহবধু। অভিযোগ পাওয়া মাত্র ওই এসআইয়ের বিরুদ্ধে শুরু হয় বিভাগীয় তদন্ত।
ওই গৃহবধু দীর্ঘদিন যাবৎ পারিবারিক হিংসার শিকার। দিনকয়েক আগে তিনি থানায় যেয়ে অভিযোগ দায়ের করেন। ওই মহিলার বিস্তারিত অভিযোগ শুনে মোবাইল নম্বর নেই ওই এসআই। সেই অভিযোগের তদন্ত শুরু করেন হরিদেবপুর থানার এসআই আইনুল হক।
আপাতত হরিদেবপুর থানার অভিযুক্ত এসআই আইনুল হকের বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গোটা পুলিশ মহল। যার হাতে রয়েছে নিরাপত্তা রক্ষার দায়িত্ব, সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় জোর শোরগোলের সৃষ্টি হয়েছে।
আরএক্স/