বাইডেনের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে না পুতিন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২২


বাইডেনের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছে না পুতিন
ছবি: রয়টার্স

আগামী ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ৮০ তম জন্মদিন। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জন্মদিন পালন করবেন জো বাইডেন। তারা আরও জানিয়েছেন, বাইডেনের জন্মদিনে এবার শুভেচ্ছা জানাবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  


ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘যদি আমি ভুল না হয়ে থাকি তবে এমন কোনও পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্টের।


অন্যদিকে গত ৭ অক্টোবর রুশ প্রেসিডেন্ট পুতিন যখন জন্মদিন পালন করেছেন তখন শুভেচ্ছো জানায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।

জেবি/ আরএইচ/