পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২২


পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২০
ছবি: সংগৃহীত

শুক্রবার (১৮ নভেম্বর) পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। বাসটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন বলেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীষ্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্ঠি হয়। বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।


পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা বলেছেন, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।


সূত্র: এএফপি, ডন


এইচআর/