প্রেমিকাকে খুন করে ফেলে দিল ড্রেনে, প্রেমিক গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২২
‘বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে মর্মান্তিক পরিণতি এক বধূর। খুন করে বস্তার ভিতরে ঢুকিয়ে ড্রেনের পাশে ফেলে যায় তার প্রেমিক। ২ মাস পর উদ্ধার হয়েছে ওই মরাদেহ। অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ।
ঘটনাটি ভারতের হরিয়ানার করনালের মৃত বধূর নাম রেণু। তিনি পেশায় আশাকর্মী ছিলেন। ২০০৫ সালে রেণুর বিয়ে হয়। গত ২ মাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে থানায় অভিযোগ করে তার পরিবার।
রেণুর পরিবারের অভিযোগে প্রকাশ, (১৯ সেপ্টেম্বর) তিনি স্কুটারে চড়ে বাড়ি থেকে বেরি হয়, কিন্তু আর ফিরে আসেনি। রবীন্দ্র নামে স্থানীয় যুবককে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তার পরিবার।
ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তদন্তে জানা যায়, রবীন্দ্রের সঙ্গে ৪ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিলেন রেণু।
কিন্তু ৮ মাস আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। রবীন্দ্র এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু, তার দাবি, রেণু তাতে রাজি হননি।
পুলিশ সূত্রে প্রকাশ, সেই কারণেই তিনি রেণুকে খুন করেন। অভিযোগ, প্রেমিকাকে খুন করে তাঁর দেহ একটি বস্তায় ভরে ছিলেন রবীন্দ্র। তারপর তা ফেলে দেন নর্দমায়।
২ মাস পর সেই দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের ভাই পুলিশকে জানায়, তার বোনের সঙ্গে রবীন্দ্রর ঝামেলা হয়েছিল। ৮ মাস আগে সেই ঝামেলা
নিয়ে পুলিশে অভিযোগ ও দায়ের করেছিলেন রেণু। তার প্রতিশোধ নিতেই এই খুন করেছেন বলে দাবি মৃতের ভাইয়ের।,
আরএক্স/