প্রকাশ্য স্ত্রীকে কুপিয়ে খুন করল পুলিশ কর্মী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২২
‘প্রকাশ্য দিবালোকে গালর্স স্কুলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী। অভিযুক্ত পুলিশ কর্মীকে আটক করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের অবস্থার সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাথিতে। দাম্পত্য কলহের জের ধরেই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। অভিযুক্ত পুলিশকর্মীর নাম বাপ্পাদিত্য রায়। পূর্ব মেদিনীপুরের মারিশদা থানায় কর্মরত সে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলেন বাপ্পাদিত্যের স্ত্রী। মেয়ে ঢুকে যাওয়ার পর স্কুলে অর্থাৎ কাঁথি গার্লস স্কুলের সম্মূখে বসে ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বাপ্পাদিত্য সেখানে যান। স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির মাঝে হঠাৎ স্ত্রীর বুকে ছুরি বসিয়ে দেয় ওই পুলিশ কর্মী।
সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন মহিলা। মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের কাছাকাছি এই ঘটনায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এসডিও অফিসের সামনে থাকা পুলিশ কর্মীরা বাপ্পাদিত্যকে আটক করে।
এদিকে তাড়াতাড়ি বধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মহিলা। দিনপুকুরে এই ঘটনায় আতংকিত এলাকাবাসী।,
আরএক্স