Logo

বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের তথ্য-প্রমাণ আছে: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
13Shares
বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগের তথ্য-প্রমাণ আছে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের তথ্য-প্রমাণ আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পা...

বিজ্ঞাপন

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের তথ্য-প্রমাণ আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল যা বলেছেন তা সত্য নয়। বাংলাদেশকে সাহায্য বন্ধ করার জন্য তারা যে বিভিন্ন দেশে চিঠি দিয়েছেন সেসব প্রমাণ এখন সরকারের কাছে রয়েছে। বিভিন্ন দেশের লবিস্ট ফার্মের সঙ্গে তাদের চুক্তির তথ্য-উপাত্তও সরকারের হাতে এসেছে। সেখানে তাদের নেতাদের স্বাক্ষর আছে।

ড.হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করছে। তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলোই তার প্রমাণ। তারপরও এসব অস্বীকার করে আত্মরক্ষার চেষ্টা করে তারা। এসবের পরে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকার কথা নয়।’

মন্ত্রী বলেন, ‘সরকার বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশের উন্নয়নের জন্য। আর বিএনপি করে দেশ ধ্বংসের জন্য। তবে তাদের এই অপচেষ্টা কাজে আসবে না। এসময় তিনি বিএনপিকে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের আহ্বান জানান।’

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD