Logo

নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৩:৩৩
নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর আদর্শে উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি বিএনপির শতভাগ আস্থা রয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে কমিশন যোগ্যতার সঙ্গে কাজ করবে বলে বিশ্বাস রাখে দলটি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায়প্রাপ্ত সরকার পরবর্তী সময়ে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং শহীদ জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব—এই শপথ নিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকলেও, তারা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তাই বিএনপি কমিশনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখে এবং আশা করে যে আসন্ন নির্বাচনে কমিশন নিরপেক্ষ ও দক্ষভাবে দায়িত্ব পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD