Logo

ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি, ২০২৬, ১২:০৭
ইসির সামনে ছাত্রদলের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ১১টা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা ইসি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন ইউনিট থেকে আসা ছাত্রনেতারা সেখানে অবস্থান নেন। পরে বেলা সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।

এছাড়া তারা অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

আরও অভিযোগ করা হয়, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে মনে করছে ছাত্রদল।

বিজ্ঞাপন

ছাত্রদল নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD