প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন কিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২২
উত্তর কোরিয়ার ক্ষমতাশালী প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো নিজের মেয়েকে জনসম্মুখে এনেছেন।
গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) বাবার সঙ্গে সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখতে এসেছিল সে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিম জং উনের মেয়ের নাম কিম চু-এ।
দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ কিম জং উন ও তার মেয়ের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় বাবা-মেয়ে হাত ধরে কথা বলছেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন, ক্ষেপণাস্ত্রটি পরিদর্শন করছেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া প্রত্যক্ষ করছেন।
সূত্র: বিবিসি