যুক্তরাজ্য জানে স্বাধীনতার লড়াইয়ের মানে কি: সুনাক


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২২


যুক্তরাজ্য জানে স্বাধীনতার লড়াইয়ের মানে কি: সুনাক
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কির সঙ্গে দেখা করতে দেশটির রাজধানী কিয়েভে গিয়েছিলেন ঋষি সুনাক।


এদিকে এ সফরে রুশ সেনাদের থামাতে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যার মধ্যে থাকবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যেগুলো রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে কাজে লাগানো হবে।


ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের স্থানীয় সময় শনিবার কিয়েভে গিয়েছিলেন ঋষি।


কিয়েভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে ঋষি সুনাক টুইটে বলেছেন, ‘যুক্তরাজ্য জানে স্বাধীনতার লড়াইয়ের মানে কি। আমরা সব দিক দিয়ে আপনাদের সঙ্গে আছি।’


বিবৃতিতে সুনাক জানান, ইউক্রেনকে ৫০ মিলিয়ন পাউন্ডের সহায়তা দেবে যুক্তরাজ্য। যার মধ্যে থাকবে বিমানবিধ্বংসী অস্ত্র এবং ড্রোন প্রতিহত করার রাডার।

জেবি/ আরএইচ/