আগরতলা দিয়ে বাংলাদেশে আসলেন আসামের ৩৫ জন বিধায়ক


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:৪৪ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২২


আগরতলা দিয়ে বাংলাদেশে আসলেন আসামের ৩৫ জন বিধায়ক
ছবি: জনবাণী

‌‘আসামরাজ‍্যের বিধানসভার বিধায়কদের একটি দল শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সফরে আসেন। নেতৃত্বে আসাম বিধানসভার অধ‍্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। 


এই সফরের মূল লক্ষ‍্য প্রতিবেশী বাংলাদেশের সংসদীয় ব‍্যবস্থা এবং  জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে জানা। ৩৫ জন বিধায়কের সঙ্গে আমলা, সহযোগী সব মিলিয়ে ৬১ জনের দলটি এদিন আগরতলা- আখাউড়া চেকপোস্ট হয়ে বাংলাদেশে পৌঁছায়। 


তাঁদের মধ‍্যে রয়েছেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও। চেকপোস্টে ওই সময় আগরতলায় কর্মরত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও উপস্থিত ছিলেন।,