ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকা পড়েছে বহু মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২২
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আঘাত হেনেছে ৫.৬ মাত্রার ভূমিকম্প। গতকাল সোমবারের এ কম্পনে এখন পর্যন্ত ১৬২ জন নিহত হয়েছেন। এছাড়া ধসে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ধসে পড়া এসব স্কুল, বাড়ি-ঘর ও অন্যান্য স্থাপনার ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন।
জানা গেছে, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী ও শিশু।
কুকু নামের এক নারী বলেন, ‘আমার নিচের সবকিছু ধসে পড়ে। বাচ্চাদের নিচে আমি চাপা পড়েছিলাম।’
পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল জানান, সোমবারের ভূমিকম্পে ১৬২ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা।
জেবি/ আরএইচ