চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৩৮ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২
চীনে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছে। এছাড়াও দুজন নিখোঁজ আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডয়েচে ভেলে।
জানা গেছে, স্থানীয় সময় গতকাল সোমবার (২১ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বার্তা সংস্থাটি জানায়, চীনের আয়াং শহরের হেনান প্রদেশে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে রাত ৮ টার দিকে।
স্থানীয় প্রশাসন জানায়, অগ্নিকান্ডটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেবি/ আরএইচ