গাঁজার খামার থেকে ৪ মরদেহ উদ্ধার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২


গাঁজার খামার থেকে ৪ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি প্রত্যন্ত অঞ্চলের গাঁজার খামার থেকে ৪ চীণার নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মরদেহ ২ টি গত রোববার উদ্ধার করা হয়। 


এদিকে এ ঘটনায় সন্দেহভাজান একজনকে আটক করেছেন পুলিশ।


পুলিশ জানিয়েছে, ওকলাহোমা কর্তৃপক্ষ গাঁজা চাষের অনুমতি দেয়। তবে খামারটি লাইসেন্সপ্রাপ্ত কিনা তা স্পষ্ট নয়। 


এদিকে পুলিশ বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তি গত রোববার স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে প্রবেশ করেন যেখানে বেশ কয়েকজন কর্মী ছিলেন।


ওকলাহোমা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে তিনি ‘উল্লেখযোগ্য সময় ওই ভবনের ভেতরে ছিলেন’।

সূত্র: বিবিসি

জেবি/ আরএইচ/