ওয়ালমার্ট স্টোরে গুলিতে প্রাণ হারাল ১০ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।
এদিকে পুলিশের গুলিতে এক বন্দুকধারীর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে বন্দুকধারী মারা যায়।
এদিকে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলো দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত। স্টোরে ঢোকার পরেই প্রথমে বন্দুকধারীকে গুলি করে মারা হয়। আমরা তদন্ত কমিটি গঠন করব।
ওই কর্মকর্তা জানান, তাদের ধারণা একজন বন্দুকধারীই ছিল।
জেবি/ আরএইচ/