সড়ক দুর্ঘটনায় বিয়ে বাড়ি ফেরত ৫ যুবকের মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
হোন্ডাই গাড়ি সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন যুবকের প্রাণহানীর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ।
জানা যায়, সোমবার (২১ নভেম্বর) রাতে আসাম রাজ্যের নগাঁও জেলার কলিয়াবরে হাতিয়েখোয়া এলাকায় ওই যুবকরা হোন্ডাই গাড়িতে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি কেটে দেহগুলি বের করা হয়। নিহতদের নাম বিবেক দাস, সমীর পাল, বিকাশ শর্মা, সন্দীপ কুমার পাল ও সঞ্জয় দাস।
সকলেই বোকাখাতের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত হোন্ডাই গাড়িটি গাড়িটি বোকাখাত থেকে তেজপুরের দিকে যাচ্ছিল। মালবাহী ট্রাক ইউপি ৩৭ এটি ২৭৬৬ দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে থেকে লরি চালক ও খালাসি পালিয়ে গেছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএক্স/