ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে শিক্ষককে গণধোলাই


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:১৭ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২২


ছাত্রীকে যৌন হেনস্থার দায়ে শিক্ষককে গণধোলাই
ছবি: জনবাণী

আসামরাজ‍্যের চিরাং জেলার বাসুগাঁওয়ের রাজা অজিত নারায়ণ দেব গার্লস এমই স্কুলের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে এক শিক্ষকের যৌন নিপীড়নের ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে  এলাকায়। 


প্রাপ্ত খবরে জানা যায়, স্কুলের হিন্দি বিভাগের শিক্ষক দিপক ভক্ত ৭ম শ্রেণীর ওই ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রামবাসীদের গণধোলাইয়ের শিকার হন। 


ছাত্রীর পরিবার জানিয়েছে, বুধবার স্কুলে বিক্ষুদ্ধ জনতা শিক্ষককে মারধর করেছে। খবর পেয়ে বাসুগাঁও থানার পুলিশ পৌছে আভিযুক্ত শিক্ষককে ক্ষুব্দ গ্রামবাসীর কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত শিক্ষক বাসুগাঁও থানা পুলিশ হেফাজতে রয়েছেন।


আরএক্স/