Logo

লালপুরে ইমো প্রতারক চক্রের ৭ সদস্য আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২২, ১৩:২৪
36Shares
লালপুরে ইমো প্রতারক চক্রের ৭ সদস্য আটক
ছবি: সংগৃহীত

তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৪শ টাকা ও দুই বোতল ফেন্সিডিলসহ প্রতারক চক্রের ৭জন কে আটক করা হয়

বিজ্ঞাপন

নাটোরের লালপুরে ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৭জনকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৪শ টাকা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো- মেহেদী হাসান (২৪), রবি (২২), মোহন সরকার (১৯), শিমুল আলী (১৯), শাহ পরান সরকার (১৯), রুবেল মন্ডল (৩২) এবং বেলাল মন্ডল (২৯)।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, প্রতারণার স্বীকার মো. মনিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৪শ টাকা ও দুই বোতল ফেন্সিডিলসহ প্রতারক চক্রের ৭জন কে আটক করা হয়। 

আটককৃতরা দীর্ঘদিন থেকে একে-অপরের যোগসাজসে ইলেকট্রনিক্স ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের পরিচিত জনদের ইমো হ্যাক করে ইমো প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো। 

বিজ্ঞাপন

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD