‘কোন কিছুই সন্তান হারানোর ক্ষতিপূরণ হতে পারে না’


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২


‘কোন কিছুই সন্তান হারানোর ক্ষতিপূরণ হতে পারে না’
ছবি: ইউরো নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সভায় বলেছেন, কোনো কিছু দিয়েই সন্তান হারানোর ক্ষতিপূরণ হতে পারে না। আপনাদের ব্যথাটা আমি বুঝি।


গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় বাসভবনে ইউক্রেনে যুদ্ধরত ও নিহত রুশ সৈন্যদের মায়েদের একটি দলকে সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।


পুতিন বলেন, ‘আসুন, আমরা সবাই সবার কষ্টগুলো ভাগাভাগি করি’। খবর বিবিসি


সংবাদমাধ্যম জানিয়েছে, নিজ বাসভবনে মা দিবস উপলক্ষ্যে রাশিয়া-ইউক্রেন সংঘাতে অংশগ্রহণকারী রাশিয়ান সেনাদের স্ত্রী ও মায়েদের সঙ্গে এই বৈঠক করেন পুতিন। সেখানে এমন আবেআপ্লুত কথা বলেন তিনি।


পুতিন বলেন, আমি চাই আপনারা জানুন যে, আমি ব্যক্তিগতভাবে এবং দেশের পুরো নেতৃত্ব আপনার ব্যথা ভাগ করে নিই। তিনি বলেন, আমরা বুঝি যে কোনও কিছুই সন্তান হারানোর ক্ষতিপূরণ করতে পারে না।